ছোট্ট একটা খাঁচার ভেতর
বন্দি তুমি জিভ,
প্রবল প্রতাপে বিনাশ কর
মানুষের মত জীব।
কখনো তুমি সর্প হয়ে
ছোবল মার মন,
প্রবল ঝাপ্টায় চূর্ণ
কর মানব জীবন।
তোমার মত ভয়াল অঙ্গ
দেহ জুড়ে নাই,
প্রশংসায় তুমি উচ্চে তোল
অভিশাপে কর ছাই।
জিভ তুমি অগ্নি রূপে
করেছো ছারখার,
কখনো আবার সাধু সেজে
গড়েছো পূর্নবার।
কখনো তুমি ঘোড়ার মতো
ছুটো লাগাম ছাড়া,
ধ্বংস কর রাজ্য শাসন
তোমার কর্ম দ্বারা।
কখনো মন তুষ্ট কর
তোষামোদি জিভে,
কখনো প্রদীপ জ্বালিয়ে তোল
কখনো যায় নিভে।
কখনো আবার প্রশংসা গানে
ভরাও দেবতা মন,
স্বর্গ নরক তোমার সৃষ্ট
কি আশ্চর্য অর্জন!
মিথ্যার ডালি সাজাও তুমি
তোমার বাক্য বলে,
চতুরতায় রাজা সাজ
পথ চল কৌশলে।
ধারালো জিভে আঘাত হানো
দাও না কারো মান,
একটি বারো ভেবে দেখেছো
বিধাতা কি চান?
সময় থাকতে দাও না ছাড়ি
মন্দ পথে গমন,
আলোর পথের হও দিশারী
ছুড়বে সুগন্ধ পবন।