কালোজিরার মহাগুন।



সবার তরে বলছি আমি
খাও সবে কালোজিরা,
শত উপকারে ভরা এ বীজ
বাঁচাও তোমার জীবন হীরা।

স্মৃতি শক্তি ধরে রাখ
আর সাথে মনোযোগ,
প্রতিদিন খাদ্যাভাসে
কালোজিরা করো যোগ।

রক্তে যদি চিনি থাকে
কালোজিরা খাও বেশী,
নিয়ন্ত্রণ রবে ডাইবেটিকস
সুস্থ্য রবে পেশী।

উচ্চ চাপে ভুগছে যারা
সাথে কোলেস্টোরেল,
কালোজিরায় হবে মুক্তি
জীবনে পাবে সুফল।

অস্তি ব্যথা মাথা ব্যথা
আরো ব্যথা গেঁটে,
সকল ব্যথায় হবে নাশ
কালোজিরা খাও বেঁটে।

হৃদ রোগে আছে যাদের
কত শত ভয়,
কালোজিরা খাও অনায়াসে
হবে না জীবন ক্ষয়।

নারী রূপ করে লাবন্য
চুলপড়া করে রোধ,
অ্যাজমা সাথে হাপানী রোগও
এসবই করবে প্রতিরোধ।

আরো আছে পাইলস রোগ
কিংবা কোষ্ঠ কাঠিন্য,
যকৃতে সমস্যা কিংবা জন্ডিস
(সুস্থ্য থাকতে চাইলে) কালোজিরা করো গণ্য।

স্বাস্থ্য দোষে দোষী যারা
চাও কমাতে ওজন?
তৈলাক্ত খাবার কমিয়ে দিয়ে
কালোজিরা খাওয়া প্রয়োজন।

মুখের ব্রণ করে দূর
দাঁত করে শক্ত,
উপকার পায় তারাই সবে
যারা এর ভক্ত।



তথ্য প্রাপ্ত বাংলাদেশ প্রথম আলো

প্রিয় কবিগণ কিছুদিন কবিতার পাতা থেকে বঞ্চিত থাকব। যাব থাইল্যান্ডে। তাই দোয়া ও প্রার্থনায় স্মরণ রাখবেন যেন আবার আপানাদের মাঝে ফিরে আসতে পারি। অনেক শুভকামনা সকলের জন্য রইল।