কত মন শত ভাবনায়
বাঁধে তার বুক,
সব কি আর এক হয়ে
পাই খুঁজে সুখ।
কিছু মন অন্ধ মোহে
কেবল-ই ছুটে,
সম্মুখে যা পায়
তাই যেনো লুটে।
সততা কাকে বলে
বোঝেনা সে কিছু,
ধন আর রূপ হলেই
ছুটে তার পিছু।
নিজ ফুলের মধু ফেলে
চায় বনফুলে,
অন্ধকারে পথ চলে
আলোটাকে ভুলে।
ভাবি বসে নিরালায়
যায় যায় দিন,
আঁধারে জ্বালাব আলো
হবে সোনালী রঙিন।