জীবনে যদি চাও গো সুখ
করতে হবে দুঃখ ভোগ।
দুঃখের পরে সুখ আসীন
বাজবেই তখন হৃদয়ে বীন।


পতিত জমিন দূর্বাঘাস
যন্ত্রণা তার বারো মাস।
কথায় কথায় সর্বনাস
কঠিন জীবন অচলাবাস।


শুদ্ধতায় জীবন স্বর্গ
সেথাই নেইকো কোনো খর্ব
সবাই বাসে ভালো তারে
প্রেমাসন ও হৃদয় কাড়ে।