জে.আর. এ্যাগ্নেস

ইন্টারনেটের বৌদলতে কেউবা হচ্ছে জ্ঞানী,
বোকা মার্কা দর্শক ছোঁয়ায় হচ্ছে কেউবা ধনী।

কেউবা করে কাব্য পাঠ কেউবা আঁকে চিত্র,
কেউবা আবার ব্যস্ত ভীষণ বাড়ায় পাতায় মিত্র।

কেউবা করে সমাজ সেবা কেউবা করে দান,
বিশ্বজুড়ে চলছে কেবল চমৎকার আদান-প্রদান।

কেউবা করে রান্নবান্না
কেউবা আবার শিক্ষক,
কেউবা আবার লুটতরাজে হচ্ছে নতুন ভক্ষক।

কেউবা করে ছলচাতুরী কেউবা দেখায় দেহ,
মন্দ নেশায় অন্ধ সবাই বলছে না কিছু কেহ।

ভন্ড প্রেমিক প্রেমের নামে পাতে তাদের ফাদ,
ভোক্ত ভোগী নারী পুরুষ তারপর উন্মাদ।

বিশ্ব জুড়ে চলছে এক অসাধারণ যুগ,
বাল্য বৃদ্ধ নারী পুরুষ সবার একই রোগ‌।

নীরব ঘাতক এই প্রযুক্তি যেমন করে
দিচ্ছে,
সময়ের সাথে পাল্লা দিয়ে মানবআত্মা কেড়ে নিচ্ছে।

মোবাইল নামক বিচ্ছু সোনা খাচ্ছে সবার ঘাড়,
এমন করেই চলতে থাকলে পাবেনা কেউ পাড়।

বিশ্ববাসী জ্ঞাণী বিজ্ঞানী খোল তোমার চোখ,
তা না হলে ধরনী একদিন হবেই যে বিমুখ।