বাবা এখন স্বর্গবাসী নেইতো তিনি ধরায়
হৃদয় তার প্রেমপূর্ণ সবাইকে দিত ভরায়।
মুগ্ধ করত সবার মন তার সুন্দর হাসি
তাইতো বাবা এখনও তোমায় কত্ত ভালবাসি।
বাবা আমার শ্রদ্ধা ভাজন প্রথম যখন জানি
সেই থেকে আজ অবদী সেটাই বলে মানি।
বাবার হৃদয় স্নেহ ভরা দিত ভালোবাসা
সকল কষ্ট সহ্য করেও করত পূরণ আশা।
বাবার আদেশ মাথায় রাখি পথ চলি সাবধান
সবাইকে তাই ভালোবাসি গুরুজনকে দিই মান।
বাবা আমার প্রধান শিক্ষক শিখিয়েছে কত্ত কিছু
তার আদর্শে চলতি পথে শ্রদ্ধায় মাথা নিচু।
বাবা তুমি ভালো থেকো যেথায় কর বাস
ঈশ্বর পিতা দিক তোমাকে স্বর্গ সুখের আবাস।