হলদে খামের চিঠিটিতে
ইতি ছিলে তুমি,
সেই চিঠিটি আজও প্রিয়
জানে অন্তর্যামী।
বাল্য বেলার মনটা ছিল
নরম কচি ডাব,
দুষ্ট মিষ্ট ঝগড়া ঝাঁটি
নিতাম আবার ভাব।
শৈশব ছেড়ে কৈশোরেতে
যখন দিলে পা,
বাবা মা বদলী হয়ে
দিল আঁতে ঘা।
সেই যে তুমি গেলে চলে
আর হল না ফেরা,
সেই থেকে যে আঁকছি ছবি
লিখছি কত্ত ছড়া।
শরৎকালে শিউলী কুড়াই
বর্ষা বেলায় বকুল,
তুমি ছিলে প্রাণ ভ্রমরা
হারিয়ে হলাম ব্যাকুল।
এখনও আমার হৃদয় খোঁজে
তোমার ঈগল চোখ,
কল্প মনের আয়নাটাতে
দেখি প্রিয় মুখ।
তোমার কণ্ঠের মধুর গান
জাগাত হৃদে দোলা,
উদাস মনে থাকতাম চেয়ে
হতাম আত্মভোলা।
জানি না আজ কোথায় আছো
থাক কত দূর,
তোমার কথা ভাবি যখন
মন ভেঙ্গে হয় চূর।
মন যমুনায় নোঙ্গর ফেলে
চলে গেছে দূরে,
আজও আমি ভাবি তোমায়
অন্তরটা যায় পুড়ে।
আজো আমার একটাই কথা
প্রিয় ভাল থেকো,
তোমার মনের ঝিনুক ভেলায়
মুক্তোটুকু রেখো।