হোক সব সত্যময়

সত্যকে ভালোবাসি আমি
সত্যেই করি বাস,
সত্য ছাড়া আমার জীবন
যেন গলায় ফাঁস।

সদা সত্যে চলি আমি
সত্যেই শুরু দিন,
সত্যের আলো জ্বালাবো আমি
সত্যেই রব লীন।

সত্যের বীজ বুনব আমি
সারা ভুবন ময়,
সত্য ফলিবে মানব গাছে
অসত্য হবে ক্ষয়।

সত্যে সত্যে সুন্দর হবে
শুদ্ধ হবে মন,
সুশোভিত হবে সত্যালো
ভরবে হৃদ কানন।




গতদিন যারা আমাকে মন্তব্যের মধ্যদিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকল প্রিয় কবিগনকে জানাই হৃদয়ের অন্তস্থল হতে প্রাণঢালা ভালোবাসাসহ ধন্যবাদ।