হয়তো ভাবছো তুমি
প্রত্যহ কত ফুল ফোটে,
ঝরে যায় নিমিষে;মিশে যায় মৃত্তিকায়
নীল গগন তলে উত্তপ্ত কিরণ প্রখরে।
আমি ফুটে আছি সৃষ্টি লগ্ন থেকে
রয়ে যাব অনন্তকাল..অন্বেষণে
ভেবো না ঘাস ফুল পায়ে মেরে যাবে,
হয়তো করে কিছু ভুল। দিতে হবে পরতে পরতে ভুলের মাসুল।
আমি অনন্ত প্রহর জেগে আছি
তারই প্রতিক্ষায় যে আছে আমার,
একদিন হব দুজন দুজনার।
হয়তো সেদিন গ্রহ নক্ষত্র নেত্রদ্বয়ে কৌতূহলে রবে চেয়ে,
আমি এক অনন্ত পিপাসু তৃষ্ণা মনে তাকে চাই যে শুধু আমার।