স্বর্গ সুখ তোমারই ছিল,
ছিলে তুমি সুখে,
পৃথিবী তোমায় দেবে না সুখ
মরবে ধুঁকে ধুঁকে।
এ কোন সুখের কর্মফলে
এলে তুমি ধরায়,
পৃথিবীর এই ক্ষণ সুখ
কেবলই যে পোড়ায়।
ভুল ভ্রান্তি মহা পাপে
পৃথিবী টা ভরা,
অন্ধ খঞ্জ রোগ পীড়া
সুখটাই কেবল অধরা।
পদে পদে মরণ জ্বালা
কেবলই আত্ম দহন,
পাপের বোঝা নিজ কাঁধে
যেন ক্রুশ বহন।
হে মানব
স্বর্গ সুখ তোমারই ছিল,
কেন এলে সব ছেড়ে?
ভোগ বিলাসের মহা সুখ
নেয়া হবে সব কেড়ে।