হে বঙ্গ সারথী
জে. আর. এ্যাগ্নেস
১৫ আগষ্ট ২০২৪
দেশ ভালো নেই মন ভালো নেই দেশই সুখের মূল, দেশের ক্ষতে বিমুর্ষ আজ আতে লাগে হূল।
শিক্ষায় নাকি জাতির মেরুদণ্ড সব শিখেছি ভুল, এ কোন শিক্ষায় শিক্ষিত জাতি কে দিয়েছিল এমন বুল?
ভাবাবেগে কলম ফেলে তুলে নিয়েছি লাঠি, মর্ম ব্যথায় পাশে নেই কেউ আমার সহপাঠি।
শোকের মাতম মনের কোনে লুকাই চোখের জল, জাতির পিতার নিথর দেহ কাকে দেখাই বল?
যে জাতি জন্মদাতার দিতে পারে না মান,
সেই জাতি বিশ্ব বুকে পায় কি করে সম্মান?
জাতির বুকে চাপাতি ফলা গলায় যেনো ফাঁস,
হে বঙ্গ সারথী বুঝবি একদিন তোর নিজের সর্বনাশ।