হে বাঙ্গালী
জাগাও চেতনা বিশ্ববুকে
ভরাও হৃদয় অনন্ত সুখে।
বৈশাখের ঐ সুরের তানে
আসুক শান্তি সকল প্রাণে।
আজকের এই কঠিন ক্লেশে৷
বাঁচতে হবে হেসে হেসে।
লকডাউনে শান্তিবেশে
রই সকলে ভালোবেসে।
বাংলার এই বর্ষ বরন
এসো সকলে করি স্মরণ
বিশ্ববুকে আনুক শান্তি।
দূরে যাক সকল পাপ ও ক্লান্তি।
যাক মুছে যাক সব বেদনা ও ক্রন্দন
অটুট থাকুক ভালোবাসা ও বন্ধন।
আসবে সুূদিন ভরবে মন
সবাই সুখী রব তখন।
আসরের সকল সম্মানিত কবি বন্ধুদের জানাই শুভ নব বর্ষের সহস্র শুভেচ্ছা ও শুভকামনা। এবার
ঘরই হোক সকলের আনন্দ মহল। ভালোবাসার বন্ধনে।