হে নারী তুমি জেগে ওঠো ভয়াল আঁধার
পেরিয়ে এগিয়ে যেতে হবে মশাল হাতে।
তুমি ছড়াও ন্যায়ের দ্যুতি কৃষ্ণগহ্বরে
তুমি বিচ্ছুরিত হও স্ফুলিঙ্গের
ন্যায় অনন্ত আঁধারে।
তোমার উচ্ছল ঝলকানিতে
প্রদীপ্ত হউক অমাবস্যার কালো।
তুমি জেগে ওঠো,
তুমি জেগে ওঠো হে নারী।
তোমার নেত্রদ্বয় আর না হোক
জলে টলমল, তোমার নির্বাক ওষ্ঠ
হোক ঝর্ণাধারার মত ছল ছল।
তুমি গর্জে ওঠো অরণ্য গর্ভে
সাহসী সিংহী হয়ে..
তোমার উত্তাপ কণ্ঠে উচ্চারিত
হোক নবজাগরণের উল্লাস।
তুমি মেতে ওঠো জয়োউল্লাসে।
ক্রন্দন নয় ক্রুদ্ধতা নয়
বলিষ্ঠ রবে হও সহনীয়।
তোমার চলার পথ না হউক ভঙ্গুর
তুমি এগিয়ে যাও, অগ্রদূত হয়ে সবার অলক্ষ্যে।
তোমার নাম বিকশিত হোক দিকে দিকে..
তোমার গন্তব্য হোক সুদুর প্রসারী,
তুমি নির্মম নিষ্ঠূর মানসিকতা বিপক্ষে
অমায়িক আদলে আবৃত এক স্বপ্ন।
তুমি হও দুরন্ত দুণির্বার!
কাঁধে কাঁধ মিলিয়ে যাও এগিয়ে দৃপ্ত পায়ে
দলিত করা সকল অবাঞ্চিত মানুষ কামনা।
হে নারী তুমি হও শান্তির বাহক
নায়ক নায়ক। তোমার স্নিগ্ধতা
ছড়িয়ে পড়ুক শুভ্র তুষার হয়ে
শীতের সকালে।
তোমার পদচিহ্ন হোক
অন্যায়ের বিপক্ষে।
তুমি ক্ষিপ্র বেগে ছিনিয়ে আনো
তোমার আত্মসম্মান; ভয় লজ্জা হোক
তোমার পায়ের ধূলি,
তোমার সিংহাসন হোক সর্বোচ্চ শিখরে।
বিশ্ব নারী দিবসে সকল নারীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।