ক্ষণ জন্মা এই আমি
মরবই একদিন,
পৃথিবীর এই অরূপ জ্বালে
হচ্ছিই যে লিন।
খাদ্যে ভেজাল বায়ুদূষণ
মানুষও নয় খাঁটি,
প্রতিদিন এই আবর্জনায়
ময়লা পায়ে হাঁটি।
সততা সব হারিয়ে গিয়ে
অন্ধকার যুগ এলো,
কালো কালীর পরশ মেখে
সবাই হোলি খেলো।
যুগের এই বাস্তবতায়
আর না যায় বাঁচা,
মরতে বসেও অন্যকে মারো
চাচা আপন প্রাণতো বাঁচা।
যতই খুঁজি সভ্যতার সুখ
না মেলে তার খোঁজ,
অসভ্যতার বেড়াজ্বালে
সবাই এখন অবুঝ।
হায়রে আমি এ কোন যুগে
করছি বসবাস,
মাথার উপর সবাই উঠে
করছে চাষবাস।