চল চল সবে মিলে গড়ি সোনার দেশ
এক সাথে বাস করি মিলেমিশে বেশ।
সোনার বাংলা হবে সোনার মত
মুছে দেব মানুষের ব্যথা ও ক্ষত।
আবার গড়ব মোরা এই সবুজ বাংলা
কেটে কুটে সাফ করি যত সব জংলা।
আয় আয় যুব ভাই নিয়ে তোদের শক্তি
মা মাটি দেশ চরণে রাখি কোটি ভক্তি।
আর নয় অবহেলা বসে বসে জল ঘোলা
এক সাথে আয় তোরা জাগাব মনে রণ দোলা।
মনে যদি থাকে জোর হবেই যে নতুন ভোর
অমানিশার আঁধার কেটে খুলে যাবে সব দোর।
আয় আয় একবার ভুলে যত জাতি প্রভেদ
গড়তে সােনার দেশ করতে হবে লক্ষ্য ভেদ।
এটাই হোক সকল হৃদয়ের সুপ্ত প্রার্থনা
জানাই হৃদয়ের শত কোটি অভ্যর্থনা।