প্রশ্ন করি নীলের আস্তরে ভাসমান মেঘ বালিকাকে
নেবে কি আমায় স্নিগ্ধালিঙ্গনে তোমার স্বপ্নিল রাজ্যে?
যেখানে শীতল আভায় স্নাত হয়,
সুউচ্চ পাহাড় কিংবা শৃঙ্গ ৷
নয়তো শুভ্র পোশাক
পরিহিত মেঘগুচ্ছ ৷
উদাসী দৃষ্টি মেলে দূরাকাশের দিকে প্রশ্ন ছুড়ে দিই
যদি নাও তোমার উড়ন্ত ডানার আবরনে পুঞ্জিভূত করে,
যেখানে নিরব মনে বয়ে চলেছে
অনবরত ঝর্ণা ধারা
যেখানে সবুজ বৃন্তে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে লাল,
নীল কিংবা হলদে বর্ণের অজানা ফুলের সম্ভার।
যেখানে মধুর স্বরে পাখিরা গান
গেয়ে উঠে অর্পূব মনোরমে ৷
আমি আকুতি ভরা কন্ঠে ডেকে উঠি তাকে
আবারও আকাঙ্খা করি মনের প্রত্যাশা পূরণের অভিলাষে,
যেখানে ফুলের সৌরভীতে প্রজাপতিরা রং ছড়ায় দিগন্ত জুড়ে ৷
যেখানে মৌমাছিরা মৌ মৌ রবে মাতোয়ারা হয়ে ছুটছে অবিরাম,
আমি অতি প্রাত্যুষে উঠে করি গমন,
প্রকৃতির পাতানো বিছানায়
স্পর্শ করি শিশির স্নাত সবুজ লতাকে,
ওর কোমল আবরনে শিহরন জাগাই
নিজ স্বার্থ লাভে করি গমন|।
আকাঙ্খা করি বার বার যদি সঙ্গি করে নাও আমায়,
তোমার স্রোত ধারায় মিশে যাব আমি অনন্ত কাল ৷
তোমার অসীম আভায় আবৃত হব অর্হনিশি ।|