বদলাতে হবে জীবনধারণ
তবুও কি পৃথিবী বাঁচতে পারবে
এই ঘোর অন্ধকার থেকে?
নিঃশ্বাসে ঢুকেছে বিষ,
বিশ্বাসে কার্বনডাই অক্সাইড।
প্রতিনিয়ত জন্ম নিচ্ছে ক্ষণস্থায়ী
জীবনের আয়ু। যুক্ত হচ্ছে ধ্বংসের বর্ণালী রূপ। কালো থাবার বিধ্বংসী
আঁচড়ে বাস্পায়িত ধরণী।
হয়তো রব আর কয়টা দিন
ভোগের অধীন, তারপর অনন্ত ঠিকা