গতকাল যারা ফুলটুসির ভগ্ন প্রেমে কষ্ট পেলেন তাদের জন্যই এই সুখবর।
জোয়ার এসে ভাসিয়ে নিল
ভগ্ন প্রেমের শুকনো ভেলা,
ঠেকলো গিয়ে অচিন পুরে
(শুরু হল) বুল+টুসির প্রেমের খেলা।
আঁধার রাত হল প্রভাত
ভেসে গেল শ্রাবণ ঢল,
ঊষার প্রভাত দ্বীপ্তালোয়
মুক্ত মন হাসি ঝলমল।
আবুল টুসির প্রেমের খবর
ছড়িয়ে গেল দেশ বিদেশ,
দুঃখ যথায় রইল তথায়
পেল না কেউ টিকেট প্রবেশ।
অবশেষে..
গ্রাম বাসীরা মহা ধুমে দিল তাদের বিয়ে
ঘর দোয়ারে যাহা ছিল গরু ছাগল মোষ দিয়ে।
এমন বিয়ে এটাই প্রথম
চলছে মুখে মুখে,
ফুলটুসি আর আবুল মিয়া
ঘর বাঁধুক মহা সুখে।
আমুদে রাত আলোর ঝলক
বসল লোকের আসর,
খুব খুশিতে আবুল টুসি
করল তাদের বাসর।