পাশের বাড়ির ফুলটুসি,
প্রেমে পড়ে তার দিল খুশি।
প্রেমিক তার হাবা গোবা,
(প্রশ্ন করলে) ভান করে বোবা বোবা।
আকার ইঙ্গিতে বলতে চায়;
মনটা তার ভাল, নেই কোন ধূর্ততাই।
নামটাও তার বেশ হয়েছে
সবাই বলে ভাই আবুল,
প্রেম টেম চাই না তার
বলতে চায় শুধুই কবুল।
ফুলটুসি তো মহা খুশি
এমন প্রেমিক পেয়ে,
রাজ্য জয় করেছে যেন
করবে তাকেই বিয়ে।
কোন একদিন আবুল
করেছে সে মহা ভুল।
ফুলের মালা পরিয়ে দিল
ফুলটুসির জমজ বোন ভুলটুসি,
এমন ভুলের মাপ হলো একটাই
খেতে হবে শত খানেক কিল ঘুষি।
আবুল ভুগে প্রেমের জ্বরে
ফুলটুসি ঘরে কেঁদে মরে।
অবশেষে সাঙ্গ হল প্রেম খেলা
(উত্তাল নদে ভাসে তাদের) শুকনো কাঠের ভেলা।