ফেইস বুকের ঐ প্রোফাইল ছবি
কেউ বলে না লাগছে কবি,
সবাই দেয় প্রেমের অফার
বলুন দেখি কি কারবার?
সবাই ভাবে এই না ছুড়ি(মেয়ে)
ফুটাবো এবার প্রেমের কুড়ি,
মন ভাবনায় প্রেম দুর দুর
আসুক না দেখি কোন বাহাদুর?
এমন প্রেমিক এসে জুটে
শরীর ঢাকা কোট সুটে,
নয় তারা স্বদেশী
দেখছি সবাই বিদেশী।
থার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলে
সব লাগে তালগোলে,
কখনো সাদা কখনো কালো
এসব আমার লাগে না ভালো।
প্রেমে যদি পড়েই মন
হতে হবে স্বদেশী জন,
হোক না বোবা, হোক না কানা
তাতে আমার যায় আসে না।
ভালোবাসায় করব জয়
কঠোর হাতে অসুর ক্ষয়,
অটুট থাকবে প্রেম ভালোবাসা
এটাই আমার প্রাণ প্রত্যাশা।