একটা কবিতা লিখাে আমার জন্য
স্যাত স্যাতে ভেজা সবুজ সতেজ
ঘাসের বুক থেকে তুলে আনা কবিতা।
নয় তপ্ত রোদে চৈত্র মাখা মধ্য দুপুরের
লেখা কোন কবিতা, নয় তেজস্বী মন পোড়া গল্প
যেখানে থাকবে শ্রাবণের জল,
খেলবে জীবন। কাগজের তরী
ভাসাব স্রোতে...
নিজ হাতে কদম পড়াবে খোঁপায়।
রং ধনু হাসবে পশ্চিমাকাশে। বকুলেরা কানে কানে বলবে কথা, বেলী মুচকি হেসে পালাবে।
টগর কলকী আড়ি পেতে চাইবে।
দাওনা তোমার হাতের জরসর
লেখা একটি কবিতা..
যেখানে জীবন আছে, আছে সুখ
আছে প্রাপ্তি। ভুলে যাব অগ্নিদাহে ঝলসানো অবয়ব।