প্রভাত আলোয় ঝরছে বারি
মনের কোণে তুমি,
হে সুন্দর স্নিগ্ধ করো
করো শীতল ভুমি।
স্বর্গ তোমার মর্ত তোমার
তুমিই গড়েছ মন,
হে পরম বিধাতা আমার
খুঁজি তোমায় অনুক্ষণ।
ফুলে ফলে ভরেছ ভুমি
মুক্ত করেছে মানব,
সুন্দর তোমার পৃথিবীটাকে
ধ্বংস করছে দানব।
লোভ লালাসা রিপুর তাড়না
করছে তাদের তাড়া,
আলোটাকে জ্বেলে আঁধারে
ভুলে করছে জীবন হারা।
সত্য ন্যায়ের পথটি ফেলে
অন্ধকারের গ্রাস,
সোনা মোড়ানো অট্টলিকায়
কজন করছে বাস?
এক জীবনে কত সুখ চাই
নাও তুলে ভুরি ভুরি,
সোনার পালঙ্কে ঘুম আসেনা
চাই পেতে সুরসুরি?