মনে পড়ে সেই দিনের কথা
বৃষ্টি ঝরা সন্ধ্যায় ঝিরঝির
বাতাসে দোল খাওয়া সবুজ
লতাগুল্মের মায়াবী রূপ,
ঘন বরষায় উপচে পড়া জলের ঢেউ।
রুপালি জলে সোনালী রোদের
ঝলমল আলোর বর্ণচ্ছটা।
মনে পড়ে লক্ষ্মীপেঁচার
মতো স্থির দৃষ্টি আমার উড়ন্ত
চুলের বেহিসাবি নাচে।


হয়তো তোমার নির্ঘুম রাতের
স্বপ্ন হয়েছিলাম কোন এক প্রভাতে,
নয়তো অমাবস্যা রাতের এক ফালি
চাঁদের জোছনা। হয়তো গোলাপের
গন্ধ মেখে কামিনীর শুভ্রতায়
উন্মুখ নেত্র বিলাস ।


আমি অধরা স্বপ্ন তরী ভাসাই মনে।
নির্মিলন দৃষ্টি প্রসারিত করে মেঘের
ডানায় করি ভর । আমি স্বপ্নিল আকাশে
মেঘ হয়ে ভাসি অচিন দেশে করি ভ্রমণ।