মুক্ত বিহঙ্গের ন্যায় উড়ে উড়ে যায়
এক টুকেরা মেঘ,
কখনো নীলাব কখনো ধুসর;
কখনো বা সোনালী আভায়।
ঝিরি ঝিরি বাতাসে দোল খেয়ে যায়,
ঝাউয়ের চিকন ডালে..
কিচি মিচি শব্দ সাধনায়
ছোট পাখী কথা বলে।
শান্ত দীঘি, শান্ত জল
চঞ্চলমনা হরিনী দল,
উৎকন্ঠায় হত বিহব্বল।
চির সবুজ অরণ্য ঘোরে
সুউচ্চ মাটির বুক চিরে
নুপুর পায়ে কল কল রবে,
উদাসী মেয়ে যায় রাঙ্গায়ে
রুপালী আলোয় স্নিগ্ধ ছড়ায়।