ভাঙ্গা মন কাঁদে সর্বক্ষণ;
ভয় যাতনার
স্বর্ণ শিখায়
দগ্ধিত হবার আতঙ্ক।
হতাশায় জর্জরিত মন;
নির্জীব শান্ত কোলাহল মুক্ত
বন্ধি খাঁচায় মৃত্যু দিন
গুনে অনিবার্য।
তিক্ত মন থেকে থেকে
গায় বিষাদের গান;
হয় কালবৈশাখী
হারায় সৌন্দর্য।
তপ্ত মন দহন যার বার বার
অগ্নি দর্শেনেই হয় ছারখার;
চায় চাতকের ন্যায়
জলে ভিজবার।
দুঃখে কাতর ব্যথাতুর মন
চায় শুধু ব্যথা ভুলবার
শত ব্যথার স্থলেও খুঁজে
পায় সুখ অর্ণিবার।
অতৃপ্ত মন করে অন্বেষণ
হাতিয়ে নেয়ার প্রবৃত্তি প্রবল,
যতই না থাকুক তার অভাব
তবু নাই নাই স্বভাব।
তৃষিত মন ভোগে পিঁপাসায়
চায় জলারণ্য;
ডুবন্ত পানকৌড়ির ন্যায়
ডুবে থাকে জলমহলে।
কামুক মন ভোগে কামনায়
চিত্ত রঞ্জনে মত্ত সে যে,
পোড়ে বার বার
নরক অনলে।
প্রেমিক মন খুঁজে ফেরে
রূপ লাবণ্য
বাঁধে অরূপ সুর
চায় শুধু প্রেমে উড়বার।
ক্রোধে জর্জরিত মন
হয় ভয়ঙ্কর
ভাবনায় অসমতা
ভেঙ্গে চূড়ে করে সব তছনছ।
সুখী মন দোলে দোলনায়
মহাদরে দুদোল্য,
প্রবল সুখে মহাচ্ছন্ন
নেই ভয় হারাবার।
ভাবুক মন ভাবে অজানায়;
ডুবুরী বেশে
মুক্তো আনে
বিন্দুর মাঝে গড়ে মহাসিন্ধু।