মন বড় অদ্ভুত
যখন হৃদয় ভালবাসায় ভরপুর মনে হয়
নিজেকে বর্ষার জলধারা। কানায় কানায়
পরিপূর্ণ চারিধার। তখন মনে হয় চাইনা
কিছু আর। যা কিছু আছে সবই আমার।
নেই শূন্যতা নেই হারানোর ভয়। মনে হয়
সুখের বাগানে ফোটা ফুল। বিলায় সৌরভ।
মনে হয় ভরা নদীর জলে পালতোলা নাও।
মনে হয় বিলাসী জীবনের রাজকন্যা।

বিপত্তি
যখন দুঃখ এসে হানা দেয় মনে, তখন
তোলপাড় করে চারিধার। মন অশান্ত
নদীর মতো বিগড়ে ওঠে। হরিণ শাবকের
মতো মন ছুটে দিকবিদিক। হতাশারা
গোগ্রাসে গিলে খায় মনের সমস্ত সুখ।
ক্ষিপ্ত ঘোড়ার মত তছনছ করে মনাঙ্গন।
চৈত্রের তপ্ত তাপে পুড়ে মন হয় মরুভূমির
বালি। দিশাহীন বিদিশা হয়ে ঘুরে চারদিক।
কেবলই শূন্যতা অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার।
ভয় উৎকন্ঠা না পাওয়ার যাতনা
কেবলই কুরে খায় তনুমন।