হায়রে কোটা আন্দোলন বিক্ষোভকারী,
তোর জন্য সংখ্যালঘু দেশটা ছাড়ি।
কোটাধিকার চাইতে গিয়ে খাচ্ছিস গোটা দেশটাই গিলে?
এ কোন আমল দেখছি চোখে লজ্জা যেনো বিশ্ববুকে।
হায়রে আমার সোনার বাংলা কি আজ দিলাম তোকে? এত লুটতরাজ এত নির্যাতন মায়ের আঁচল পাইনা খুঁজে কি আমি জড়াই মুখে?
এ কোন দেশে করছি বাস অন্ধকার হলেই সর্বনাশ?
সর্বহারা হচ্ছে জাতি জিম্মি কিছু লোকের হাতে?
পুড়ছে দেশ পুড়ছে নাড়ি শুন্য হচ্ছে বসত বাড়ি, এক ঢিলে মারছিস তোরা হাজার পাখি?
হায়রে আমার সভ্য নামের অসভ্য জাতি কত নোংরামি দেখাবি তোরা দিনের শেষে আঁধার রাতি?
দেশটা এখন মগেমুল্লক, খাচ্ছে গিলে সব উল্লুক, এই হচ্ছে আমার দেশ প্রতিদিন এভাবেই হচ্ছে শেষ?
এই হচ্ছে আমার দেশ পাকিস্তান বাংলাদেশ।