বদলে যাক জীবনের রং
হাসুক সবাই খুশিতে,
ঈদ হোক আনন্দময়
নাচুক পাড়া পড়শিতে।
ত্রিশ দিন রোজা শেষ
ভুলায় মনের দুখ,
ঈদগাহ্ ঈদের নামাজ
হৃদে আনে সুখ।
ঈদ মানেই শিশু-কিশোর
নতুন পোশাক চাই,
কোর্মা পোলাও মিষ্টি সেমাই
সবাই মিলে খাই।
হাসি খুশি মন ঈদের দিনে
সবার ঘরে ঘরে,
আত্মীয় স্বজন মেহমান এলে
মনটা যেন ভরে।
হৃদয়ে রাখি ঈদের খুশি
ভাতৃপ্রেমে করি বাস,
অসম বদ অভ্যাস গুলো
হোক সবার নাশ।
প্রেমপ্রীতি মানব নীতি
এটাই সবার চাওয়া,
ভুলগুলো সব উপড়ে ফেলি
বহুক নতুন হাওয়া।
বাংলা কবিতা.কমের সকল মুসলমান কবি বন্ধুরা যে যেখানেই আছে সকলকে জানাই ঈদ মোবারক। কাটুক দিন মহানন্দে...