ভাবছি আমি নীরব মনে
চলছে কি ভাই জগতে?
প্রেম ছাড়া কি নাইকো কিছু
এই মানব জাতির মগজে?
প্রেম নয়তো মন্দ বিষয়
থাকুক সবার সুপ্ত মনে
কিন্তু যে প্রেম মানুষ খোঁজে
ঘর ছেড়ে সব যায় বনে?
যীশু বলেন প্রেম করো
প্রতিবেশীকে নিজের মতো,
কে শুনে ভাই কার কথা ধুতরি ছাই
আমার কেবল প্রতিবেশীর বৌটাকে চাই।
প্রেম যদি হয় এমন কিছু
জগত ছুটছে মন্দের পিছু,
শুদ্ধ প্রেমের নেই কারবারি
তলদেশে ধ্বংস আনি
সবার সামনে ধরি তরবারি?
প্রেমটা হোক সবার লাগি
দেশ জাতি ও বিশ্ব,
তবেই ধরনী হবে সুন্দর
পরকিয়া হবে নিঃস্ব।