এ কেমন নেশা তুমি কবিতা?
তোমাকে পেলে আমি সব ভুলে যাই, ভুলে যাই ক্লান্তি অবসাদ, বিনিদ্র রজনীর রক্ত ক্ষত ব্যথা।
তোমাকে পেলে হারাই শৈশব স্মৃতি, হারাই অতীত যা কিছু এসেছি ফেলে।
কবিতা তুমি কে গো আমার চিত্ত চৈতন্য কর হরণ তোমার প্রফুল্ল সুবাসে?
তোমাকে পেলে দূরে ঠেলি বাস্তবতা সম্মুখে যা ঘটে, তোমার অবারিত মধু রসে মন প্রাণ যায় মজে, ভাসি দোলনায় দুলে দুলে...
আমি হাঁটি অনন্ত নেশায় দুর্গম গিরি পর্বত না দেখি চোখে। ঘন কুয়াশায় শুভ্র তুষারের স্তুপে হুমরী খেয়ে পরি অবচেতন মনে।
উড়ে চলি মেঘে মিশে নীল আকাশে দেখি জন্ম মৃত্যু
ঐ প্রবল প্রতাপী নক্ষত্র রাজাধির।
মিশে যাই কবিতা তোমারই অনন্ত আবেশে।