চারিদিকে ঢাক ঢোল
বাজে হৈ হৈ,
মাতোয়ারা মনটা
উড়ে যেন ঐ।
পূজা পূজা সুবাস দেখ
গন্ধ ছড়ায় ধূপ,
মাটন পোলাও বিরানী খাব
সঙ্গে খাব সূপ।
মহা পূজা কত্ত মজা
এলেন মা ধরায়,
যুগে যুগে হবেই এটা
চলবে পরমম্পরায়।
মায়ের আশীষ মাথায় নিয়ে
চরণে মেলে ঠাই,
এই জনমে মায়ের স্নেহ
কে কোথায় পায়?
দূর্গা মায়ের আ শীষে ভরুক
কোমল মতি প্রাণ,
ভক্ত যারা আছেন সেবায়
দূর হোক অকল্যাণ।
সুখের শেষে দুঃখ আসে
কাঁদেন বসে স্বজন,
আবার আসবে দূর্গা মা
হোক না আজ বিসর্জন।
এই কবিতাটি এই আসরের সকল হিন্দু ধর্মাবলম্বী কবি বন্ধুদের নিবেদন করলাম।
সহিদুল হক (দীপ্র কবি) ২০/১০/২০১৮, ২৩:৩৬ মি:
খুব সুন্দর লিখেছেন কবি , ধর্মপ্রাণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে।
খুব ভাল লাগলো। শুভেচ্ছা সতত।