আশায় আশায় রোপন করেছি
অজানা ফুলের বীজ
আগাম বসন্তে ডালে বসে
কোকিল শোনায় মুগ্ধ করা শিস।
আমি বলি বন্ধু তুমি
চুপি চুপি এসো,
কোকিল শিসে মন ভেজে না
একটু ভালবেসো।
দুজনায় ভালবেসে
হব দিশেহারা,
মুখ লুকিয়ে হাঁসবে নাকি
চন্দ্র ধ্রুব তারা।
সূর্য এসে বলবে হেঁসে
এবার হলাম পর,
দুজন দুজনায় ভালবেসে
বাঁধ আপন ঘর।