হে মানব দাও উজার করে
প্রেম সৃষ্টি মাঝে,
পুলকিত হোক পৃথিবী হোক
সজ্জিত নব সাজে।,
ধরায় আসুক নেমে শান্তি
ঘুচে যাক সব ভুল ভ্রান্তি।
মুছে যাক অবসাদ বিদ্বেষ
উবে যাক যাতনা ও ক্লান্তি।
অবারিত সুখ ছুঁয়ে ছুঁয়ে যাক
মানব মনে যতদূর অজানায়।
কণ্ঠে কণ্ঠে বাজুক সমধুর সুর
অমৃত ভজনায়।