কতকাল চেয়েছি তোমায়
পায়নি তো একবার,
বুকে চাপা বেদনারা
করে হাহাকার।
আজো তুমি খুঁজে ফেরো
হয়তো নীরব রাতে,
প্রত্যাশার দ্বীপ জ্বলে নেভে
হয়তো কোনো প্রভাতে।
ভেবেছিনু সুখ তাঁরা
হব তোমার কাশে,
আঁধার রাতে আলো হয়ে
থাকবো তোমার পাশে।
সব আশা বালি ঘর
ভেঙ্গে ঘুরি ঘুরি,
বেলাশেষে দুজনেই
শূন্য হাতে ফিরি।
তুমি আমি দুজনায়
নদীর দুই চরে,
ঢেউ তোলে মোহনায়
একাই থাকি পরে।