পড়াশুনা লাগে না ভাল
কি যে করি বসে,
ডিজিটালের যুগে এসে
যাচ্ছি যেন ফেঁসে।
কত্ত রকম এ্যাপস যে আছে
ফোন খুলেই দেখি,
কখনো ভাবি সবটাই ঠিক
কখনো ভাবি মেকি।
এমন দশায় কেবলই ভাবি
কোনটা বেশি ভালো,
চমৎকার এই জগৎ জুড়ে
সবটাই নয় কালো!
কিছু মানুষ মুখোশ পড়া
কিছু আবার ফেক,
এদের ফাঁদে পদে পদে
পোহাতে হয় বেগ।
যুবক যুবতী বন্ধু নেশায়
ছুটছে পিছু পিছু,
মূল্যবান এই সময় নষ্ট
পাচ্ছে না তারা কিছু।
এমনতর জীবন চললে
হবেই সব নাশ,
যুগের সাথে কীট মগজে
ধ্বংসাবস্থার বাস।
এখনও সময় আছে বন্ধু
ফিরাও তোমার মন,
মন্দতা গিলে গো গ্রাসে
হয়ো না বিসর্জন।