রাতের আকাশ তুমি হও নারী
তোমায় পরাব উজ্জ্বল তারা খঁচিত স্বর্ণালী শাড়ি।
তোমার রূপে ঝরবে মায়াবী জোত্স্না।
তুমি হবে রূপরতী হবে অনন্যা।
যখন অন্ধ আঁধারে উঠবে জেগে পূর্ণিমা চাঁদ
লাল টিপে সাজাব ঐ দীর্ঘ কপাল।
সূর্য তুমি হও নর
তোমার মহিমায় তুমি হও উজ্জ্বল তেজস্বী
তোমার দীপ্ত উদিত রূপে প্রজ্জ্বলিত করো ধরণী ।
তোমার তপ্ত প্রখরতায় ভরাও নীলাকাশ।
শুভ্র মেঘের স্পর্শে ছড়াও তোমার দ্যুতি।