নিজেকে নিজে দিই ধিক্কার
আমি নারী বলে।
কতটা নির্যাতনের স্বীকার হলে,
কতটা নির্মম;অসহায় হলে..
মা নিজ হাতে গলা চেপে ধরেন নাড়ি কাটা ধন প্রিয় শিশুকন্যা!
এই সমাজ! এই তার শিক্ষা?
এখনও পুরুষের পদ তলে নিচ্ছে নারী দীক্ষা।
অজ্ঞতা,মিথ্যা কুসংস্কার আর অহমিকার
মুখোশে মোড়ানো নারী।
শাড়ির আঁচল চাপা
পুঞ্জিভূত বিদগ্ধ বেদনা; প্রত্যহ করছে ক্ষত বিক্ষত
চকচকে শিক্ষা এখনও ভাঙ্গতে পারেনি--
প্রাচীন দানব প্রাচীর আর অন্ধ,ভ্রান্ত খোলস খুলে বেরোতে পারেনি কুসংস্কার মুক্ত সুন্দর সমাজ।
আর কত নিঃস্পাপ কুঁড়ি ঝরে যাবে বৃন্তে
পাঁপড়ি মেলার পূর্বেই হবে ভষ্ম?
কেন জন্ম থেকে নারী হয়না দূর্গা?
তবেই হয়তো এই ভূমে রচিত হত স্বর্গ!