দাদুর চুলে মস্ত পোকা
দাদু খেলো ধোকা,
নাতী নাতনী মজা পেয়ে
টানছে দাদুর হোঁকা।
দাদুর মাথায় মহা টাক
পাটিতে নাই দাঁত,
দাদুর সাথে খেলবে সবাই
কেউ খাবে না ভাত।
দাদু আজ বড়ই খুশি
নাতি নাতনী পেয়ে,
ফোকলা দাঁতে হাসে দাদু
বেসুরে গান গেয়ে।
দাদুর মুখে মজার গল্প
শুনতে লাগে ভাল,
অভিমানী নাতনীটা ও
অল্পতে মুখ কালো।
দাদু যখন ফোকলা দাঁতে
হাসে সবার সাথে,
নাতী নাতনীর মিষ্টি মুখ
মহা সুখে মাতে।