যদি তোমার অকূল ধরায়
আমার স্বপ্ন শিশির হয়ে ঝরে পরে?
যদি তোমার নিঃসঙ্গ অমাবস্যা
রাতির গহীন আঁধারে আমার
ভাবনার ক্ষীণ আলো জোৎস্না ছড়ায়?
যদি তোমার চাতক ভবে এক পশলা
বৃষ্টির ঝাপ্টা উপচে পরে?
তবে করোনা কার্পণ্য,
রেখো সঙ্গোপনে তোমার অনুভূতির বারান্দায়, হয়তো রক্ত জবা হয়ে বিলিয়ে দেব সবটুকু সৌন্দর্য, নয়তো কুয়াশা ভেজা স্নিগ্ধ গোলাপের সুমিষ্ট সুভাষ ছড়িয়ে দেব তোমার অন্তরাত্মায়।