ঝুপ ঝুপ টুপ টুপ
ঐ নামে বারি,
শন শন ঝাও বন
সমীরণে উড়ি।
মিন মিন চিন চিন
বুকে বাড়ে ব্যাথা
ক্যান ক্যান ঘ্যান ঘ্যান
অবুঝ শিশু ও মাতা।
ফন ফন করে যেন
ঘুরে ঐ ফ্যান,
ফের ফের ছের ছের
তেলে পুড়ে প্যান।
মৌ মৌ গুন গুন
গায় মৌমাছি,
ফন ফন ভন ভন
উড়ে মশা ও মাছি।
ছল ছল টল টল
সাগরের জল,
হৈ হৈ রৈ রৈ
শিশু গোলমেল।
মিউ মিউ করে ডাকে
বিড়ালের ছানা,
কক কক ইশারায়
মেলে মোরগ ডানা।