চল মাতি সুরের মূর্ছনায়
হারিয়ে যাই দূর অজানায়।
যেখানে সবুজেরা কয় কথা প্রাণ খুলে
মিলে মিশে থাকে ওরা সব ভুলে।
শিশির ভেজা সবুজের ডালে
দোয়েলের শীষে মন মাতাই কুসুম সকালে।
বসন্ত মাতায় কোকিলের কুহু তানে
ভেসে যাই বৃষ্টি বর্ষায় জোয়ারের বানে।
নয়তো ঝিঁঝি কণ্ঠে তুলি সুর
নিশি জাগরণে দেখি নতুন ভোর।