আকাশ ভেদিয়া উঠিয়াছে গর্জিয়া
দেখ ঐ বিজলীর চমক,
নিস্তব্ধ প্রকৃতি আঁধার হইল
অঝোর ধারায় নামিল বাদল।
এমনও দিনে ঘরের কোণে
নাহি চায় মন বসি,
কাগজে কলম বসায়ে কেবলই
না পাওয়ার হিসেব কষি।
মন বাতায়ন খুলিয়া কেবলই
চাহি রই দূর পানে,
প্রিয়তম আমায় আসিয়া বলিবে
চল বাঁধি সুর সুমধুর গানে।