লম্বাটে গায়ের গড়ন
নাকটা সরু বেশ,
চোখগুলো ভাসা ভাসা
এলোমেলো কেশ।
অপরূপ রূপ তার
ঠোঁটে চিকন হাসি,
চার চোখ এক হতেই
খুশ খুশ কাশি।
বার বার চোখ তার
বলে যেন তা,
কেমন আছ অনামিকা
নট বনলতা?
মনে মনে কত কথা
কই যেন তারে,
এ দেখাই শেষ নয়
দিইও দেখা বারে।
ক্ষণিকের এ সরু পথে
হয়েছিল দেখা,
ছোট ছোট আঁচড়ে
কেটে গেলে রেখা।
ক্ষণ দেখায় নব সুখ
হৃদয়ে দিয়েছো দোলা,
যেথাই যাওনা বন্ধু
যাবে না তোমায় ভোলা।