যে তপ্ত দাহে পুড়ে পুড়ে ঝলসে গিয়েছিল মুখাবয়ব কাল রিমালের ছোঁয়ায় হয়েছে সতেজ।
তার স্নিগ্ধ সহিষ্ণু ভেজা স্পর্শ ভুলায় মন। মনের কার্নিসে চঞ্চল চড়ইয়ের মতো এসে উঁকি দেয় ভেজা শেওলা ভাসা দুরন্ত জলোচ্ছ্বাসের গল্প, কখনো বা তীব্র বাতাসের ঝাপটা এসে প্রশান্তি দেয়, কখনো আবার গোপন মনের কোনে কামিনী ফুলের পরশ ছড়ায়...
গতকাল সারাবেলা রিমেলই ছিল আমার চারপাশ ঘিরে.. কখনো তাকে ছুঁয়ে দেখিছি জানালার গ্রীলে কখনো বা বোলকোনিতে দোদুল্যমান কোমল লতাগুল্মের শরীর ছুঁয়ে।
রিমেলের আচ্ছন্ন আবেশে অস্থির মন কফির চুমুকে যেনো স্বস্তি পায়...