ছেলে বেলায় মনের সুখে
       খেলেছি পুতুল খেলা
        পড়াশুনা না করে
        করেছি অবহেলা ।

     পিতামাতা গুরুজনকে
         করিছি অসম্মান।
    নিজ স্বার্থ সাধনে আমি
        করেনি কল্যাণ।

          সবকিছুতে
          জড়িয়ে ভয়
       কেবলই করেছি
         নিজের ক্ষয় ৷

নিজের কপাল নিজেই খেয়েছি;
         ভাবিনি ভবিষত,
যেদিকে হেঁটেছি,সেদিকেই মেতেছি
        সবই ছিল অসৎ।

     সঙ্গ দোষে পঙ্গু হয়েছি
       অমান্য করে শাসন,
     মিথ্যা আর অন্যায্যতায়
          করেছি অনশন ৷

      ভবঘুরে হয়েছি আমি
        ঘুরছি পথে পথে;
    জীবন যুদ্ধে হেরে গিয়ে
       ভিক্ষার ঝুলি হাতে ৷

     কেউ ভাবেনা আমার কথা
      না বুঝে দেয় মর্ম ব্যথা,
      ভ্রান্ত স্বপ্নে হয়ে বিভোর
     কখনও হাঁটিনি পথে প্রভুর ৷

    পরের হাতে জিম্মি আমি
          করি আর্তনাদ,
যেদিকে তাকাই সেদিকেই দেখি
      বিছানো আছে ফাঁদ।

          মিথ্যার জ্বালে
          জড়ায়ে মোরে
          কাঁদছি কেবলই
            করুন সুরে ৷