আজ সকালের আকাশটা ছিল সুনীল
সূর্যটা ছিল সদ্য ফোটা কিশোরী গোলাপ
যার অঙ্গ জুড়ে সোনা মাখা প্রেম।
তোমার লেখা মন্ত্র মুগ্ধের মতো হৃদয়
হরণ করে। গো গ্রাসে গিলি প্রতিটি অক্ষর
জাবর কাটি নির্জন গ্রহণে।
কেগো তুমি বার বার আস স্বপনে
জুড়াও তপ্ত নয়ন। চাতক মন করো লুণ্ঠন?