কখনো কখনো কবিতা ঝড় বয় মনে
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন হয়ে
আছে হাজারো কবিতা।
কখনো কবিতা রক্ত চক্ষু নিয়ে চায়
কখনো আবার সুনির্মল বাতাসে স্নিগ্ধতা ছড়ায়।
কখনো নির্লিপ্ত চোখে কৌতুহল নিয়ে চায়
কখনো আবার লাজুক মনে আতঙ্কে জড়ায়...
কখনো দেখি অন্ধ প্রেমে সিক্ত হয়ে নিজেকে হারায়
কখনো দেখি প্রেমের চিতায় দগ্ধ হয়ে নিজে পোড়ায়
আমি চারিদিকে কবিতা ঝড় দেখতে পাই