চাঁদ মামা মিষ্টি হাসে
পূর্ণিমাতে লাগে বেশ,
বলবে আমায় একটু কেশে
অমাবস্যা অাঁধার রাতে
হও কেন তুমি শেষ??
সকাল দুপুর সন্ধ্যা রাতে
চাই যে তোমায় সাথে সাথে
বল মামা আর যাবে না
আমায় ফেলে একা,
সকল সময় সাথী হবে
দেবে আমায় দেখা!!
তুমি আমার প্রাণ বন্ধু
তুমিই চাঁদ মামা,
জন্ম দিনে কেক খাব
পড়ব নতুন জামা।
চাঁদ মামা চাঁদ মামা
ফাঁকি দিলে হবে না ক্ষমা,
জেনে রেখ এ কথা
অভিমানি বন্ধু তোমার
মানবে না কোন প্রথা।