পরম শ্রদ্ধেয় কবি মহোদয় গণ। প্রিয় কবিতার আসরে আমি প্রায় তিন বছর ধরে আছি, বিভিন্ন কারণে বিশেষ করে কয়েক বার দেশের বাইরে আসা যাওয়ার কারণে এই আসরে নিয়মিত লিখেত পারিনি। তবে এখন যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি একটু অবসরে সময় বের করে কবিতা প্রকাশের।

আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে এই আসরে অনেক বড় মাপের কবিগণ যারা সবাইকে সমমানে উৎসাহ দানে এগিয়ে যাওয়ার সাহস ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। উনাদের অসাধারণ মন্তব্য দানে আমরা আপ্লুত হই ও সামনে হাঁটার সাহস পাই।

আসল কথায় আসি গতকাল হঠাৎ face book এ চোখ পড়ল‍‍ '৭ই জানুয়ারী আমার লেখা কবিতা "জীবন মানে প্রেম বিরহ মান অভিমান " নামক কবিতাটি একজন কবি নিজের নামে face book এ পোষ্ট করে সে ৫৩টি লাইকও পেয়েছেন। তো উনার পুরো প্রফাইল সহ পেইজে ভাল করে দেখার পর বুঝলাম উনি এই আসরের অনেক কবিদের কবিতা নিজের নামে নির্ধিদায় আপলোড দিয়ে প্রশংসা কুড়োচ্ছেন।

উনি যে কবিতা গুলো নিজের নামে আপলোড দিয়েছেন সেগুলো আমার কাছে বেশ পরিচিত মনে হল। যদি চান খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি উনার face book এর নামটি তুলে ধরছি। Asish Roy Choudhury
        Live in kolkata
        From Salt Lake city,West Bengal,India

এমনতাবস্তায় এমন ভ্রান্ত কবিদের জন্য কি করা আবশ্যক বা কি করলে ভাল' আমার জানা নেই। মহান কবি মেহাদয়গণের কাছে আমার এই ক্ষুদ্র আর্তি... যদি সম্ভব হয় দু চার লাইনে মন্তব্য প্রকাশ করলে কৃতার্থ হব।
                                                                        ধন্যবাদান্তে..
                                                                        জে আর এ্যাগ্নেস।