এমনও বসন্ত দিনে চাই যারে
মনে প্রানে,
সেই এখন
ক্ষনিকের তরে আছে খানিকটা দূরে।
বিরহী মন বড়ই উচাটন,
কোকিলের কুহু কুহু তান
বেধেঁছে বিশাদের গান।
চাই তারে বাহুডোরে অনুক্ষণ।
এমনও দিনে ভাবি তারই মন;
শোক সন্তাপে বসে ভাবে যেজন
অপেক্ষায় থাকে সদা দেহ তনুমন।
প্রবাসে যার অতি প্রিয়জন।
বিরহ ভুলে আজ আমি
যাক না তেযর্ষি অস্তগামি
ভালবাসি ভালবাসব অন্তযামি
হে প্রান সখা প্রিয়তম জীবন স্বামী।